আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একাধিক টিম গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতব্যাপি অভিযান চালিয়ে জিআর/এনজিআর/ও সিআর ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামী যথাক্রমে ১। রাজা মিয়া পিতা-মৃত আহম্মদ আলী সাং-গুমানিগঞ্জ(ঘড়িয়া) ২। সহিদুর রহমান@সাবু পিতা-মৃত আবুল হোসেন সাং-বেড়া বিশুলিয়া ৩।মোঃ হালিম পিতা-মোঃ সরকার ৪। মোছাঃ মমিলা বেগম স্বামী-মোহাম্মদ সরকার ৫। মোঃ রোস্তম পিতা মতলেব সরকার ৬। মতলেব পিতা-মৃত দবির সরকার সর্ব সাং-রাজস ৭। মোঃ রুস্তম পিতা-মৃত সৈয়দ আলী সাং-পগইল ৮) মোঃ মাসুদ @ মমিরুল ইসলাম পিতা জাইদুল সাং-পগইল ৯। ওছমান গনি পিতা-মৃত সৈয়দ আলী ও ১০। সুজন পিতা মৃত মোফাজ্জল সর্ব সাং পগইল সর্ব থানা গোবিন্দগঞ্জ জেলা-গাইবান্ধাদের বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করে। উপরোক্ত ১০ আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ।