আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে ৬ আগস্ট বৃহস্পতিবার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি-বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র জননেতা আতাউর রহমান সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর,জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামুল ইসলাম শিল্পী,পৌর আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক সালাহউদ্দিন আকন্দ,সহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শফিউল আলম হিরু সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।