ঢাকা অফিস : গ্যাসের দাম বৃদ্ধি ও ২০১৯-২০ অর্থবছরের পাশ করা বাজেটের প্রতিবাদে বিক্ষোভ করেছে গণফোরাম। জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ করেন।
এসময় নেতারা বলেন জনগণ নয় বরং নিজেদের জন্যই বাজেট পাশ করেছে সরকার। একইসঙ্গে গ্যাসের দাম বাড়িয়ে জনগণের কাঁধে দুর্ভোগের বোঝা আরো ভারি করেছে সরকার। পরে একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। ঘোষিত এই কর্মসূচিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অংশ নেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।