বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় সরকারী জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে গত ৩০ জানুয়ারী ও ৩১ জানুয়ারী দুই দিন ব্যাপী ৬৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯ এর উদ্ধোধনী অনুষ্ঠান বুধবার বেলা ১১ টায় স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গন মাঠে প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৃদুল মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ কুমার মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা প্রদীপ বিশ্বাস, নারায়ণ চন্দ্র সরকার, তুহিন রায়, সুবীর মল্লিক, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার, তপতী বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাস, সহকারী শিক্ষক যথাক্রমে রঞ্জন মন্ডল, বিজন মল্লিক, দেবাশীষ বিশ্বাস, লিটন মন্ডল, রঞ্জন রায়, পূর্নেন্দু গোলদার, প্রদীপ গাইন, সুকান্ত, শ্যামল, সঞ্জিবন, সহকারী শিক্ষিকা যাথাক্রমে বনানী বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, ফাল্গুনী বিশ্বাস, আইভি অধিকারী সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।