চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চণনগর ইউনিয়নে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন সনাতন সংগঠন।অনুষ্ঠানে সনাতন সংগঠন ফটিকছড়ি ইউনিটের সদস্য বাবু পার্থ ঘোষের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাবু ইঞ্জিনিয়ার বাবুল চোধুরী ( সভাপতি শ্রী শ্রী মহানামবন্ধু মট ও মিশন)
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমদ অখিলবন্ধু ব্রহ্মচারী, বিশেষ অথিতি ছিলেন শ্রীযুক্তা রিণু রানী দে, পরিমল ধর সহ কাঞ্চণনগরের সম্মানীত সদস্যগণ।
উপস্থিত ছিলেন সনাতন সংগঠনের জেলা কমিটির সদস্য এড সাজু, সুমন দত্ত, সুমণ বণিক, রাজীব দাশ, রূপা সেন গুপ্তা, দোলন দাশ, আশীষ দাশ, সৌভিক পাল , কৃষ্ণধন শীল ,রূপক কান্তি দে, আদিত্য সৈকত, প্রণজিৎ সেন, সুব্রত দে, ,সহ অনেকে উপস্থিত ছিলেন।
সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী উদ্ভোধনে বস্ত্রদান কর্মসূচি শুরু হয়।
এই আয়োজনে সার্বিক সাহায্যে ছিলেন শ্রীযুত বাবু রিপণ কান্তি দে মহোদয়।