বিপ্লব দে, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের মাস্টার বাজারের আগুনে ভষ্মিভূত পাঁচটি দোকান।
শনিবার ৮ আগস্ট দিবাগত রাত দুইটার সময় উক্ত আগুনে দোকান পুড়ে বশীভূত হয়ে যায়।
স্থানীয়রা জানান ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুনের পাঁচটি দোকান বশীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ৫ জন ব্যবসায়ীর আনুমানিক ১২লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতিরা হলেন সেলুন দোকানদার প্রবীর শীল, ফার্মেসির দোকানদার সমু শীল, চায়ের দোকানদার নুনা দে, কসমেটিক দোকানদার সুমন ঘোষ ও কসমেটিক দোকানদার পুলক নন্দী।
বোয়ালখালী ফায়ার স্টেশনের লিডার রূপক কান্তি সরকার জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে উক্ত আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে পুড়ে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।