নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো: সেন্টু (৩৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কেসিদে রোড হতে মৃত শেখ মান্নানের পুত্র মোঃ সেন্টু (৩৩) কে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ।