নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ নুরুল ইসলাম (৫০) এবং দিল মোহাম্মদ (২০)। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ২১ সেপ্টেম্বর দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি ও বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে কোতোয়ালি থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মৃত সিরাজ মিয়ার পুত্র মোঃ নুরুল ইসলাম পরিহিত লুঙ্গির ডান কোটরে তল্লাশি করে ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
অপরদিকে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে নতুন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সালামের পুত্র দিল মোহাম্মদ কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। কোতোয়ালি সার্কেলর সহকারী উপপরিদর্শক জনাব মোঃ লুৎফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।