নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মো: ইউনুস (২৮) ও সোহেল দাশ সুইপার (৪০)। ১ অক্টোবার রাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন মেট্রো: উপঅঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ.এস.এম মঈন উদ্দীন কবির এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ১ অক্টোবার দিনব্যাপী চট্টগ্রামরে বাকলিয়া থানাধীন শাহআমানত সড়ক সংয়োগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকব্যবসায়ী মৃত শামশু আলমের পুত্র মো: ইউনুসকে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন,২০১৮ মোতাবেক পরিদর্শক এ.এস.এম মঈন উদ্দীন কবির বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে জাতীয়নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন.এস.আই),চট্টগ্রাম মেট্রো: ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণঅধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চলের সমন্বয়ে বিকেলে অপর এক যৌথ অভিযানে চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে মাদকব্যবসায়ী মৃত আস্ফাত আলী মেথর এর পুত্র সোহেল দাশ সুইপারকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ মোতাবেক পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ.এস.এম মঈন উদ্দীন কবির বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।