চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে কারাগারে একজন কারারক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মো. আবদুর রায়হান (২২৭৭৭) নামের কারারক্ষীর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তীব্র পেনক্রিয়াটাইটিসের ব্যথায় মৃত্যু হয়েছে বলে কারাকর্তৃপক্ষের দাবী।
বুধবার (৩ মার্চ) রাত ১১.২০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানাগেছে।
চট্টগ্রাম কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তীব্র পেনক্রিয়াটাইটিসের (পেটে একধরনের ব্যথা) ব্যথা অনুভব হলে সন্ধ্যা ৭ টার দিকে আব্দুর রায়হানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
২৭ বছর বয়সী আব্দুর রায়হানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি গ্রামে। তার পিতার নাম মো. স্বপন মিয়া।
জেলার রফিকুল ইসলাম জানান, প্রয়াত আব্দুর রায়হানের মরদেহ বর্তমানে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে কারা অভ্যস্তরে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।