চট্টগ্রামে কেলিশহর জয় কালী মন্দিরে দুর্ধষ চুরি

প্রকাশঃ ২০২০-০৭-১৬ - ০০:৪৬
চট্টগ্রামের পটিয়া কেলিশহর ভট্টাচার্য্য হাটে শতবর্শী শ্রীশ্রী জয় কালী মন্দির

বিপ্লব দে: চট্টগ্রামের পটিয়া কেলিশহর ইউনিয়নে ভট্টাচার্য্য হাটে শতবর্শী শ্রীশ্রী জয় কালী মন্দিরে দুর্ধষ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার ১৪ জুলাই  গভীর রাতে সংঘবদ্ধ চোর দল এই ঘটনা ঘটায়।

মন্দির পরিচালনা পরিষদ সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে। শ্রীশ্রী জয় কালী মন্দিরের পূর্ব পাশে ভেন্টিলেটর ভেঙ্গে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন ৪টি, রূপার কানের দুল ২ জোড়া, রূপার শাখা ২ জোড়া, পিতলের ঘট, দান বাক্সের টাকাসহ প্রায় নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায়।

মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অরুন মিত্র জানায় প্রতিদিনের ন্যায় মন্দিরের পূজারী রাত সাড়ে ১০ টার দিকে মন্দিরের বিভিন্ন গেইটে তালাবদ্ধ করে নিজ বাড়িতে চলে যায়। বুধবার সকালে মন্দিরের পূজারী আরতী দেওয়ার জন্য মন্দিরে আসলে মন্দিরের গ্রীল, ভেন্টিলটর ভাঙ্গা দেখতে পায়।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মন্দিরের ভেন্টিলেটর ভেঙ্গে চোর দল এই চুরির ঘটনা ঘটায়। চোর দলকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।