নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ নুরনবী (১৭), মোঃ আমিন (২০), মোঃ আমিন (২৫) ও মোঃ জামাল হোসেন (৪২)। বুধবার দিনব্যাপী চট্ট্রগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, বুধবার (২৬ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে ও সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে পাঁচলাইশ, ডবলমুরিং ও পাহাড়তলী সার্কেল পরিদর্শক এর নেতৃত্বে পাঁচলাইশ সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা সকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন ৩৮/এ চট্টেশ্বরী রোড এলাকা হতে মোঃ হামিদ এর পুত্র মোঃ নুরনবীকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে চকবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর অভিযানে পাঁচলাইশ সার্কেলর একই টীম খুলশী থানাধীন দামপাড়া সৌদিয়া বাস কাউন্টার এর সামনে রাস্তার উপর হতে মো: কাদির হোসেনের পুত্র মোঃ আমিনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পাঁচলাইশ সার্কেলর সহকারী উপ পরিদর্শক মোঃ মনির হোসেন বাদী হয়ে খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে অভিযানে ডবলমুরিং সার্কেলর উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে ডবলমুরিং থানাধীন ৩১৫ দেওয়ান বিল্ডিং, দেওয়ান হাট রোডের সাদেকস পয়েন্ট নামীয় ফটোকপির দোকানের সামনে রাস্তার উপর হতে মৃত মো: আব্বাস এর পুত্র মোঃ আমিনকে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডবলমুরিং সার্কেল উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া পাহাড়তলী সার্কেলের উপ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে বাকলিয়া থানাধীন বশরুজ্জামান চত্বরের পশ্চিম পাশে বিআরটিসি বাস কাউন্টার এর সামনে রাস্তার উপর হতে মৃত নাজেম গোলদারের পুত্র মোঃ জামাল হোসেন (৪২) কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।