চট্টগ্রাম ব্যুরো:চলমান লকডাউনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪২ মামলায় ৪১ হাজার টাকা জরিমানা করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনভর নগরজুড়ে অভিযান পরিচালিত হয়েছে।
সরকার ঘোষিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচলাইশ বাকলিয়া ও চকবাজার এলাকায় ১২টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে নগরীর পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ৪ হাজার ১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ অভিযান চালিয়ে নগরীর খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় ৬টি মামলায় ৪ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় ৩টি মামলায় ২ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বে নগরীর পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলায় ৭০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরীর কোতোয়ালী সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ১ হাজার ৭০০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে নগরীর পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা সহ মোট ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।