চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্দ্বীপে বিষাক্ত কেমিক্যাল দিয়ে জুস তৈরির দায়ে একটি অবৈধ কারাখানাকে ৩০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন।
অভিযানে কারখানার কম্পিউটার, অটোমেটিক প্যাকিং মেশিন, হাইস্পিড, রোবো ও কোকাকোলার মোড়ক দিয়ে প্যাকেট করা জুস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন বলেন, এ কারখানায় তৈরি হওয়া সকল পণ্য অবৈধ। এছাড়া কারখানায় পণ্য তৈরিতে ব্যবহৃত হওয়া বিষাক্ত কেমিক্যালগুলো মানবদেহের জন্য ক্ষতিকর