চট্টগ্রাম প্রতিনিধিঃ নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে তাদের খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করলেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ছাত্রলীগ। অদ্য সোমবার ঈদ নামাজ শেষ করে কোতোয়ালী থানা ছাত্রলীগ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিয়ে ঈদের আনন্দ উদযাপন করলেন। আজ মুসলিম বিশ্বের জন্য খুশির একটি দিন ঈদুল ফিতর।ঈদ উদযাপন এবং পরিবার নিয়ে সকলে ব্যস্ত। কিন্তু থেমে নাই ছাত্রলীগের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতৃবৃন্দগন পাশে দাড়িয়েছেন রিকশা চালক, ভ্যান চালক এবং নিম্ন আয়ের মানুষের পাশে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকুর নির্দেশনায় এবং সহযোগিতায় ফিরিঙ্গিবাজার ও কোতোয়ালীতে এলাকায় নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা সৈকত চৌধুরী, আল-কাবিদ, নুরুউদ্দিন ফয়সাল, হামিদ হোসেন মাহিন পায়েল মজুমদার সহ প্রমুখ।