চট্টগ্রাম ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ ভাই-বোন আটক

প্রকাশঃ ২০২০-১২-১৯ - ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ দুই ভাইবোনকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মমতাজ (৩৫) ও নুরুল আমিন (২৩)। ১৮ ডিসেম্বও (শুক্রবার) দিনব্যাপী চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে,১৮ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর  নেতৃত্বে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ  এলাকায় অভিযান পরিচালনা করেন। এ বোন মমতাজ ও তার ভাই নুরুল আমিনকে  ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। কোতোয়ালি সার্কেল  পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে বাকলিয়া  থানায়  একটি নিয়মিত মামলা দায়ের করেন।