নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ সাদ্দাম সর্দার (৩৪), খাইরুল বশর (৩৩) এবং মোঃ তৌহিদুল ইসলাম (২৫)। বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রামে দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ১১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে পাঁচলাইশ পরিদর্শক এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজার ও শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো: আলাউদ্দিনের পুত্র মোঃ সাদ্দাম সর্দারকে ৫ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ফিরিঙ্গি বাজার এলাকা হতে গ্রেফতার করে পাচলাইশ সার্কেল পরিদর্শক বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর অভিযানে একই টীম বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকা হতে মৃত নুর আলমের পুত্র খাইরুল বশরকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পাচলাইশ সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা করেন । এছাড়া ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাকলিয়া নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা কওে মৃত আবুল কাশেমের পুত্র মোঃ তৌহিদুল ইসলামকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।