নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৯৫০ গ্রাম গাজাসহ ১৯ মাদক সেবীকে আটক করেছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হচ্ছে মোঃ ইব্রাহিম (২৮), মোঃ আতাউর রহমান (৩৫), মোঃ রুবেল (২২), মোঃ মফিজ (৩৩), মোঃ এবাদুল (৩০), মোঃ চান্দু মিয়া(৪৫), মোঃ শরীর (২৪), মোঃ আলী হোসেন (২৮), মোঃসুমন (২৭), মোঃ ওমর ফারুক (২৮), মোঃ আজাদ (৩০), মোঃ শামসু (৩৪), মোঃ কামাল হোসেন (৪৮), মোঃ জিয়াউল করিম(২৩), মোঃ আবু বকর সিদ্দিক (৫০), মোঃ আনোয়ার (৪২), মুক্তধন দাস(৪৫), মোঃ এরশাদ মোল্লা (৪০) ও মোঃ রবিউল (৩০)। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রম্যামান আদালত পরিচালনা করেন নির্র্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেল ও সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে মহানগরীর লালদিঘী, মেরিনার্স রোড, নতুন ব্রীজ, রেল স্টেশন,সিআরবিও পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ জন মাদক সেবন কারীকে ১কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও সেবনের সামগ্রীসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সুরাইয়া ইয়াসমিন আটককৃতদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।