নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৪৫০ গ্রাম গাজাসহ ১১ জনকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী । ৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ৬ জানুয়ারি দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর পাহাড়তলী, বিআরটিসি, লালদীঘি, কদমতলী, স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন মাদক সেবন কারীকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট গালিব চৌধুরী ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। অপর দিকে ডবলমুরিং সার্কেলর উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১.০০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন ইসলামপুর নয়াপাড়া নজু মিয়ার কলোনির রেললাইনের পশ্চিম পাশের ৩ নং কক্ষে অভিযান পরিচালনা করে মো: আব্দুর রহিমের পুত্র মোঃ মনির হোসেনকে ১ কেজি ৪৫০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।