নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ২শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে জানে আলম(৩৫), শেখ ফরিদ (২৫) এবংমোঃ আমিরুল মিয়া(২৮)। ৮ নভেম্বর ( রোববার) দিনব্যাপী চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, ৮ নভেম্বর দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক সমন্বয়ে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক, বন্দর সার্কেল পরিদর্শক সিরাজুল ইসলাম ও বিমান বন্দর সার্কেলের উপ পরিদর্শক মোঃ মোস্তফা দিকদার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যথাক্রমে শহর মুল্লুক এর পুত্র জানে আলম ১ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে কোতোয়ালি সার্কেলর পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে কোতোয়ালি থানার একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর অভিযানে পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে মো: শেখ জাহিদুর ইসলামের পুত্র শেখ ফরি ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া বিমান বন্দর সার্কেলের উপ পরিদর্শক মোঃ মোস্তফা সিকদার কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান পরিচালনা করে মৃত শফিক মিয়ার পুত্র মোঃ আমিরুল মিয়া কে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। বিমান বন্দর সার্কেল উপ পরিদর্শক মোঃ মোস্তফা সিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।