চট্টগ্রাম ডিএনসি’র পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

প্রকাশঃ ২০২০-১২-০৭ - ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে হাফেজ আহম্মদ ওরফে হাসান(২০), মোঃ সাইফুল(১৮), মোঃ রশিদ উল্লাহ(২৫) এবং মোঃ শাহ আলম(৩৬)। ৭ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ৭ ডিসেম্বর দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি ও বন্দর সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক ও মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে নগরীর কোতোয়ালি, বাকলিয়া ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে আহম্মেদ এর পুত্র হাফেজ আহম্মদ ওরফে হাসানকে কোতোয়ালি সার্কেল উপ পরিদর্শক মোঃ ফাহিম রাজু তাকে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই টীম অপর অভিযানে আবুল কালামের পুত্র মোঃ সাইফুলকে পুরাতন স্টেশন এলাকা হতে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে কোতোয়ালি সার্কেল সহকারী উপপরিদর্শক মোঃ লুৎফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আবুল হোসেনের পুত্র মোঃ রশিদ উল্লাহকে গ্রেফতার করেন। পরে বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই টিম বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মৃত ফজল মিয়ার পুত্র মোঃ শাহ আলমকে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরবর্তীতে বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।