নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মেট্রো: উপঅঞ্চল এর সার্কেলের মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ছানোয়ারা বেগম (৪০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কোতোয়ালী সার্কেল নগরীতে দিন ব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মেট্রো: উপঅঞ্চল এর সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী সার্কেল পরিদর্শক মো: মোজাম্মেল হক এর নেতৃত্বে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানাধীন বিআরটিসি স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। এ সময় শ্যামলী এন আর বাস কাউন্টারের সামনে থেকে মৃত মোক্তার আহম্মেদ এর স্ত্রী ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছানোয়ারা বেগমকে আটক করেন। তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অপরাধ স্বীকার করে জানায়,সে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।