নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ সাব্বির আহমেদ (৩৪) ও মোহাম্মদ ইউনুস (২৮)। বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রামে মহানগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সূত্র মতে, ৭ অক্টোবর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন ও চাঁদগাও সার্কেল পরিদর্শক মোঃ আমিরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোজাহার মিয়ার পুত্র মোঃ সাব্বির আহমেদকে তল্লাশি করে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সহকারী উপ পরিদর্শক মোঃ আবু সাইদ বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর আরো একটি অভিযানে একই এলাকায় অভিযান পরিচালনা করে মৃত মোহাম্মদ এর পুত্র মোহাম্মদ ইউনুসকে তল্লাশি করে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে । তার বিরুদ্ধে পাহাড়তলী সার্কেল উপ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ।