চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী শ্রমিক -কর্মচারীঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার বিকেলে চসিকের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকতা মোহাম্মদ শহীদুল আলমের সাথে তার অফিস কক্ষেএক সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাতকালে পরিষদের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন প্রনিকের নিকট তাদের বিভিন্ন দাবি-দাওয়া উণ্থাপন করে বলেন,১৯৮৮সালের সাংগঠনিক কাঠামো অনুযায়ী অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ,সরকার ঘোষিত অস্থায়ী শ্রমিক – কর্মচারিদের বেতন বৃদ্ধি এবং চাকুরী পদায়ন ব্যবস্থা নিশ্চিত করণের বিষয়ে তার দৃষ্টি গোচর করেন।প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম তাদের বক্তব্য ধৈর্য সহকারে কথা গুলো শুনেন এবং আশ্বস্থ করে বলেন,সরকারী নীতিমালা অনুযায়ী আপনাদের ন্যার্য দাবি পূরনে আমার সর্বত্মক সহযোগিতা থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মো:ফজলুল হক,সিনিয়র সহ সভাপতি মো:শহীদুল কবির,সহ সভাপতি কাজী মো:নাজিম উদ্দীন,খোকন বণিক,মুজিবুর রহমান,মো:মিজানুর(১) রহমান,মো:এখলাস মিয়া,মিজানুর রহমান (২)তপন দাশ গুপ্ত,মোহাম্মদ রবিউল হোসেন প্রমুখ।