দাকোপ প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চালনা পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় চালনা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদ সদস্য কবির হোসেন। বক্তৃতা করেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, আমোদীনি রায়, হাসিনা বেগম, নাসিমা বেগম, আঃ গফুর সানা, আইয়ুব আলী কাজী, রুস্তুম আলী খান, চয়ন সাহা, গাজী আঃ বারিক, আঃ সাত্তার শেখ, পৌরসভার সচীব সিরাজুল ইসলাম, প্রকৌশলী প্রনব মল্লিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, যুবনেতা নিতাই বাছাড়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন ভূইয়া, লিপিকা বৈরাগী, অমিত সাহা, রতন মন্ডল, মোহন লাল রায়, কমলেশ গোলদার, অধ্যাপক মিহির রায়, ফয়সাল শরীফ, লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায়, পঙ্কজ বৈরাগী, উত্তম মন্ডল, কুমারেশ বিশ^াস, শেখ আজিজুর রহমান, জয়প্রকাশ, ননী গোপাল, মদন মোহন মন্ডল, গৌতম সাহা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জি এম ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী।