চালনা পৌর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০৮-১৬ - ০০:০০

দাকোপ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসচীর অংশ হিসাবে চালনা পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় চালনা ডাক বাংলার মোড়ে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্য্যালয়ে চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন চালনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস, এম মামুনুর রশিদ, জাপানেতা জিয়ারুল ইসলাম জিয়া, গাজী আমিরুল ইসলাম, হাবিবুর রহমান খান, ইমরুল ইসলাম, শাহাদাৎ মোড়ল, মহাসিন ফারাজী, আঃ সালাম, কামরুল ইসলাম হাওলাদার, জিয়ারুল গাজী, মজিদ গাজী, কামরুল ইসলাম প্রমুখ। সভাশেষে জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর ও হাফেজ আবু হুরাইরা।