চট্টগ্রাম : চুরি করার জন্য ভোররাতে গাছ বেয়ে দোতলা বাড়িতে প্রবেশ করতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে এক চোরের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামের জনৈক নুরুল আবসারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল্লাহ রাইজিংবিডিকে জানান, ভোররাতের দিকে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে গাছের ডাল বেয়ে দোতলা বাড়িতে উঠার চেষ্টা করেন। এই সময় বাড়ির লোকজন টের পেয়ে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে চোর ভয় পেয়ে পালাতে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।