জাতীয়তাবাদী শক্তির কাছে বেঈমানদের জায়গা হবে না

প্রকাশঃ ২০১৮-০২-১৬ - ২২:০৩

যশোর: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, বাংলাদেশে আধিপত্যবাদের আক্রমণ চলছে। যারা দুঃসময়ে পিঠে ছুরিকাঘাত করেছে তারা বেঈমান। জাতীয়তাবাদী শক্তির কাছে বেঈমানদের কোনো জায়গা হবে না কখনও। আমাদেরকে ছদ্মবেশি, ভোগবাদী জাতীয়তাবাদীদের থেকে সাবধান থাকতে হবে। শুক্রবার সকালে যশোরের একটি হোটেলে বিএফইউজের নির্বাচনে গাজী-আব্দুল্লাহ প্যানেলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শওকত মাহমুদ যশোরের সাংবাদিকতার ঐতিহ্য তুলে ধরে বলেন, এখানকার সাংবাদিকরা প্রয়োজনে উপোষ করেছে, কিন্তু আপোষ করেনি।

প্রধান বক্তার বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সভাপতি ও বর্তমানে সভাপতি প্রার্থী রুহুল আমিন গাজী। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের মহাসচিব এম. আব্দুল্লাহ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সিনিয়র সদস্য বেনজীন খান, সাধারণ সম্পাদক এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফ, সিনিয়র সদস্য সরোয়ার হোসেন প্রমুখ।