অভয়নগর (যশোর) : হাজার কন্ঠে জাতীয় সঙ্গীত ধ্বনীতে অভয়নগর উপজেলা মুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল থেকে দুপুর অবধি জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর মুক্ত দিবস উদ্যাপন সংসদের আয়োজনে নওয়াপাড়া ইন্সটিটিউট মাঠে সকাল সাড়ে ১০ টায় পতাকা উত্তোলন পূর্বক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ইন্সটিটিউট মিলনায়তনে উদ্যাপন সংসদের সভাপতি যুদ্ধকালিন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার স ম মোশারফ হোসেন। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে হত দরিদ্রের মাঝে খাদ্য বিতরণের মধ্যে দিয়ে।