নিজস্ব প্রতিবেদক : আইন শৃংঙ্খলার বাহিনীর চোখ ফাকি দিতে ইয়াবা পাচারকারীরা বিভিন্ন সময়ে নানা কৌশল অবলম্বন করছেন। ঈদুল আজহার মধ্যেও থেমে নেই তাদের মাদককারবারী। এবার জুতার সোল ও পার্সের মধ্যে ইয়াবা পাচারকারীকে আটক করেছেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছে হামিদ হোসেন (২০) এবং মহিলা ইয়াবাপাচারকারী সামসুন্নাহার (৬০)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ( ২ আগষ্ট) চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
ওই সংস্থার সুত্র মতে, গতকাল রোববার দুপুর ১২.টায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে ডবলমুরিং সার্কেল পরিদর্শক জনাব লোকাশীষ চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম বায়েজিদ বোস্থামী থানাধীন জালালাবাদ বটতলী বাজার খাজা রোডস্থ মেসার্স ফাতেমা মেডিকো নামীয় ফার্মেসী দোকানের সামনে রাস্তার উপর হতে ১ নং আসামী হামিদ হোসেন(২০), পিতা- মৃত শাহ আলম ,মাতা- নুরুন্নাহার, সাং-পশ্চিম পানখালি, বদুর বাপের বাড়ি, ৪নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার।বর্তমানে ভাড়াটিয়া সুজন কলোনী,চৌধুরীর হাট,থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম কে দুইটি জুতার সোলের মধ্যে হতে ১৬০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় এবং ২ নং আসামি শামসুন্নাহার (৬০), স্বামী – মৃত আবুল বশর, পিতা- মৃত হোসেন আহম্মদ, মাতা- মৃত রশিদা খাতুন,সাং- খুরুশকুল,টাইম বাজার, হামজার ডেইল, ইউসুফের বাড়ি,থানা ও জেলা – কক্সবাজার। বর্তমানে ভাড়াটিয়া সুজন কলোনী, চৌধুরীর হাট,থানা-হাটহাজারী,জেলা- চট্টগ্রাম কে একটি পার্সের মধ্য হতে ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেল পরিদর্শক জনাব লোকাশীষ চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী বায়েজীদ বোস্থামী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।