বাগেরহাট : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে। এ বিষয়ে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ। কয়লা সংকটে বন্ধ থাকা প্রথম ইউনিট আগামী সপ্তাহে পুনরায় চালু হবে। এছাড়া সব ধরণের পরিবেশগত বিষয় বিবেচনা করে প্লান্ট পরিচালনা করা হচ্ছে। যার কারণে সুন্দরবনের কেন ক্ষতি হবে না বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার সকালে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরাম উল্লাহ, প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডেসহ ইন্ডিয়া হাই কমিশন ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় হাই কমিশনার প্রনয় ভার্মা তার সফরসঙ্গীদের নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপন ঘুরে দেখেন। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা হাই কমিশনারকে কেন্দ্রের বিভিন্ন বিষয় অবহিত। অত্যাধুনিক সব প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।
এদিকে কয়লা সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হওয়া সম্পর্কে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরাম উল্লাহ বলেন, আমরা কয়লা আনার জন্য সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশাকরি আগামী সপ্তাহের মধ্যে কয়লা চলে আসবে। আসলেই বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে।
বারবার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি হওয়া সম্পর্কে তিনি বলেন, বড় প্রকল্পে এ ধরণের চুরি হয়ে থাকে। চুরি বন্ধে নিরাপত্তা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।