ঢাকা অফিস : আগামী ১০ মে থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমল সীমিত আকারে চালু করা যাবে।
তবে, এক্ষেত্রে কিছু নির্দেশনা মানতে হবে। বৃহস্পতিবার (৭ মে) সকালে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে, ফুটপাত বা প্রকাশ্যে হকার ও অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। এমনকি প্রতিটি শপিংমলে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থাসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ক্রেতাকে অবশ্যই মাস্ক পরতে হবে।
সব বিক্রেতা বা দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ডগ্ল্যাভস ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এছাড়া প্রতিটি শপিংমল বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে’ সম্বলিত ব্যানার টানাতে হবে।