বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনকে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বুধবার সকাল ১০টায় তার নিজস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুপ আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোহিনূর জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, সভাপতি প্রতাপ ঘোষ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, আইন উপদেষ্টা এড. সঞ্জয় পাল, সাংবাদিক এড. প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক এসএমএ ভুট্রো, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক মিলন মল্লিক, সাংবাদিক সৌমিত্র মন্ডল প্রমূখ।