ঝালকাঠি প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বের হয় বিশাল শোক র্যালি। জেলা প্রশাসক হামিদুল হকের নেতৃত্বে প্রশাসন ও রাজনৈতিকদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রণি-পেশার কয়েক সহস্্রাধিক মানুষ র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এরপর শিল্পকলা একাডেমিতে শুরু হয় শোক দিবসের আলোচনা সভা। জেলা প্রশাসন ছাড়াও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপি শোকের নানা কর্মসূচির আয়োজন করছে।