যশোের প্রতিনিধি : ঝিকরগাছার গুলবাগপুর গ্রামে খাদিজা বেগম (৫০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়েছে।খাদিজা বেগম ওই গ্রামের নাবেদ আলীর স্ত্রী। নিহতের মেয়ে রুপালি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাচা রজব আলী পঞ্চা, তার ছেলে মানিক, জামাই সামাউল লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঠা দিয়ে বেধড়ক পেটাতে পেটাতে ঘর থেকে বারান্দায় নিয়ে আসে। এসময় ঠেকাতে গেলে তাদেরকে মারপিট করে। মৃত ভেবে তারা ফেলে যায়। এসময় তাকে উদ্ধার করে ওই রাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ঢাকায় রেফার করে। এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে পৌছুলে তার মৃত্যু হয়। পরে খাদিজার লাশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামসু বলেন, খাদিজা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের স্বামী নাবেদ আলী জানান, আমার একটি ছাগল ভাই রজব আলীর বাড়িতে গেলে তা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাইয়ের জামাই সামিউল স্ত্রী খাদিজাকে লোহার রড দিয়ে পিঠালে গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়েছে। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমি এঘটনা শুনেছি। আমার কোছে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।