রবিউল ইসলাম মিটু,যশোর : শনিবার বিকালে ঝিকরগাছার বেনেয়ালিতে বৈদ্যুতিক পিলারে কাজ করার সময় মাহাবুব নামে এক লাইনের সমস্ত শরীর ঝলসে গেছে। সে মনিরামপুরের ভরতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সহকর্মী মোস্তফা হাসপাতালে জানান, ‘শনিবার সকালে ঠিকাদার সালামের অধীনে বেনেয়ালিতে পল্লী বিদ্যুতের কাজ করছিলাম। এসময় মাহাবুব ১১ হাজার ভোল্টের পিলারে মাথায় উঠলে সে বিদ্যুায়িত হয়ে পড়ে যায়। ¯’ানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগে ডাক্তার এম আব্দুর রশিদ জানান,আহতের অবস্হা খুবই খারাপ।এসময় ডাক্তার তাকে ঢাকার বার্ন ইউনিটে রেফার করেন।