ইউনিক প্রতিবেদক:
ঝিনাইদহ হতে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. আসিফ ইসলাম আরিয়ান ঝিনাইদহের কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মো. আকিমুল ইসলামের ছেলে। গতকাল র্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল ঝিনাইদহ সদর থানার চাকলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ এ তথ্য জানিয়েছে।
র্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার র্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত পলাতক আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানার চাকলা পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিমসহ, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-৫৪০০/- টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পলাতক আসামী ভিকটিমকে পূর্ব থেকেই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যর্থ হয়ে পরবর্তীতে তাকে অপহরন করার পরিকল্পনা করে এবং গত ১৫ নভেম্বর ২০২১ ভিকটিমের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মোটর সাইকেলযোগে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।