ঢাকা অফিস : ডাকসু ভিপি নুরকে পদত্যাক করার আহ্বান জিএস গোলাম রাব্বানীর। টেন্ডারবাজি ও তদবির বাণিজ্যের অভিযোগ তুলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জিএস গোলাম রাব্বানী। না হলে ভিপিকে বহিষ্কার করতে ডাকসু সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামানকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার দুপুরে, ডাকসু ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম রাব্বানী।
তিনি বলেন, ডাকসুর দায়িত্ব পালন না করে ভিপি পদকে ব্যবহার করে অবৈধ অর্থ উপার্জন ও টেন্ডারবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন নুর। এ সময় ডাকসু ভিপির বিরুদ্ধে দুর্নীতি ও নৈতিকস্খলনের নানা অভিযোগ তোলেন ছাত্রলীগ প্যানেলের অন্যান্য নেতারাও। এছাড়া নিজের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেন রাব্বানী।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারান তিনি।