যশোর অফিস : যশোর কুষ্টিয়া সড়কের বারোবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছে। আহত পুলিশ সদস্য আবুল বাসার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলহাসা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি মেহেরপুরের গাংনি থানার ধলা পুলিশ ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত আছেন।
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত কোতয়ালি থানার এসআই শহিদুল ইসলাম জানান, এএসআই আবুল বাসার মামলায় স্বাক্ষ্য দেয়ার জন্য সোমবার সকালে মোটর সাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর কুষ্টিয়া রোডের বারোবাজারে পৌছুলে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার শরিফুল আলম খান বলেন, পুলিশ সদস্যের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।