সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা মৌজার তুলামারা খালটি দিনে দিনে হচ্ছে বেদখল। খালটি কতিপয় ব্যক্তি দখলে নিয়ে বিভিন্ন স্থানে দিয়েছেন বাঁধ। ফলে বিলের অন্যান্য কৃষকরা কৃষিকাজে ও মাছ উৎপাদনে পড়ছেন অসুবিধায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট খালটি অবমুক্তির জন্য আবেদন করেছেন।
লিখিত আবেদন সুত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী ইউনিয়নের বৈঠাহারা মৌজায় তুলামারা খালটি বেদখল হতে চলেছে। একটি মহল খালটি দখলে নিয়ে খালের বিভিন্ন স্থানে দিয়েছেন বাঁধ। ফলে সাধারণ কৃষকরা খালের পানি ব্যবহার করতে পারছেন না। চলতি ইরি মৌসুমে ধানের ক্ষেত শুকিয়ে গেলেও খালের পানি নিতে পারছেন না। আবার বৃষ্টির সময়ে পানি সরবরাহের অভাবে মাছের ঘের ভেসে হয় একাকার।
এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ্যে দিলিপ চন্দ্র মন্ডল, পরিতোষ সরকার, নিরঞ্জন মন্ডল ও মৃন্ময় রায় বলেন, গ্রামের অশ্বিনী রায়ের ছেলে পরিমল রায়, কানাই লাল মন্ডলের ছেলে মৃনাল মন্ডল ও বনমালী সরকারের ছেলে অরুণ সরকার দীর্ঘদিন ধরে তুলামারা খানটি দখলে নিচ্ছে। বর্তমানে বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে তারা নিজের ইচ্ছেমত খালটি ব্যবহার করছে। ফলে আমরা সাধারণ কৃষকরা কৃষিকাজে ও ঘেরে মাছ উৎপাদন করতে পারছি না। আবার বৃষ্টির সময়ও জল সরাতে পারি না। গ্রামের কয়েকজন মিলে আমরা বাঁধ কেটে জল সরাতে গেলে তারা আমাদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও মারতে আসে। খালটি উদ্ধার করা খুবই জরুরী। অন্যথায় খালটি তাদের দখলে থাকলে এলাকাবাসীর ভোগান্তির শেষ থাকবে না। বর্তমানে আমরা জলের অভাবে ইরিধান ফলাতে পারছি না।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, খাল দখল বিষয়ক একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।