ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সৈয়দ জবেদা ফাউন্ডেশনের উদ্যোগে চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদ উতসব উপলক্ষে ১ শত অসহায় ও কমহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শোভনা বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জেসমিন আরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান, আব্দুর রশিদ, আব্দুর রহিম প্রমুখ। এ সময় অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ফাউন্ডেশনটি আমার পিতা সৈয়দ আলী এবং আমার মা জবেদা বেগমের নামে গঠন করা হয়েছে। আর এবছরই আত্মপ্রকাশ করা হল। আমিসহ আমার স্থী, আমার ভাই আনিসুর রহমান, তিন বোন সখিনা, শিরিন সুলতানা ও শারমিন সুলতানা মিনা ও তিন ভগ্নিপতি উদ্যোগী হয়ে গঠন করেছি। আমাদের একটাই উদ্দেশ্য গরীব ও মেহনতি মানুষের সেবা করা। আর আজ এই সামান্য বিতরণের মাধ্যমে শুরু হল আমাদের পথচলা। এখানে আমরা এক, শ পরিবারকে ৫ কেজি চাল, তেল এক কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি ও আধা কেজি সেমাই প্রদান করেছি।