ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : পাকিস্থানের করক জেলায় মন্দির ভাংচুরসহ সংখ্যালঘুদের ওপর হামলা ও চট্রগামের যতীন্দ্রমোহন সেনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবন ভাংচুরের প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় মানব বন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া বাসষ্ট্রান্ডে একঘন্টা ব্যাপি অনুষ্ঠিত কর্মসুচীতে বক্তৃতা করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শিক্ষক অনুদ্যুতি কুমার মন্ডল, উপজেলা পূজা পরিষদ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, অধ্যাপক নারায়ণ চন্দ্র মন্ডল, শিক্ষক অরুণ কুমার বিশ্বাস, প্রকাশ চন্দ্র বিশ্বাস, কবি তুষার দত্ত, ইউপি সদস্য সঞ্জয় বিশ্বাস, এ্যাড. বিপুল মল্লিক, ছাত্রলীগের শেখ মাসুদ রানা, জাতীয় শ্রমিক লীগের এরশাদ আলী মোল্ল্যা, রজত কুমার মন্ডল, মৃন্ময় বাছাড়, ব্রজেন হালদার ও লিটন বিশ্বাস প্রমুখ।