ডুমুরিয়ায় করোনা রোগীর মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৭-২৭ - ১৭:০০

সুজিত মল্লিক, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে করোনা উপস্বর্গ নিয়ে ফুল বকস সরদার (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত ফুল বকস সরদার বেশ কয়েক দিন ধরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। এজন্য তাকে পারিবারিক ভাবে হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছিল। হঠাৎ শনিবার রাত ১১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার জানান, তিনি করোনায় মারা গেছেন এটা শতভাগ নিশ্চিত হতে পারিনি। তবে তার মৃত্যু ও লক্ষণগুলো করোনার সাথে অনেক মিল। তাই আমরা সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সরকারি ভাবে অনুমোদিত পিপি ও পোশাক পরিহিত ইমাম ও মুসল্লীদের দিয়ে গোসল করানো ও জানাযা শেষে মাটি দেওয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলোজিষ্ট ইপিআই মোঃ শাহ আলম জানান, নিহত ব্যক্তির নমুনা সংগ্রহের মাধ্যমে তাকে করোনা রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে ওই বাড়িসহ ওই এলাকা লক ডাউন করে রাখা হয়েছে। আর ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।