বিজ্ঞপ্তি : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে সর্বমোট ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোপাল চন্দ্র রায় সংগীয় এস আই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে আজ রবিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন আঠারমাইল গরুরহাট সংলগ্ন জনৈক রেজাউল এর আল মদিনা হোটেল এর সামনে (খুলনা টু সাতক্ষীরা) মহাসড়কের উপর থেকে ০৫/০৭/২০২০ তারিখ ০৯.০০ ঘটিকার সময় আসামি ১) আঃ ছালাম মোল্যা (৪৫), পিতা- মৃত ইসমাইল মোল্যা, মাতা-সৌরভ বিবি, সাং-বৈকারী, বর্তমান সাং- মধুমাল্লাডাঙ্গি (বাসস্ট্যান্ডের পাশে সিরাজুল উকিল এর বাড়ীর ভাড়াটিয়া), পোঃ রসুলপুর, থানা ও জেলা-সাতক্ষীরা, ২। মোঃ আবু তাহের হাওলাদার (৩০), পিতা- এনায়েত হাওলাদার, মাতা-হেরিয়া বেগম সাং-ভদ্রাগাতি, (২ নং শ্রীফলতলা ইউঃ), থানা-রূপসা, জেলা-খুলনা, বর্তমান সাং- মধুমাল্লাডাঙ্গি (বাসস্ট্যান্ডের পাশে), (শ্বশুর শহিদুল গাজী), পোঃ রসুলপুর, থানা ও জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ০৫/০৭/২০২০ খ্রিঃ তারিখ ০৯.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ মোঃ হামিদুল ইসলাম বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।