বিজ্ঞপ্তি : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ১৮০ (একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার। খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন বেতাগ্রামস্থ জনৈক আজিজ শেখ এর বাড়ীর উত্তর পার্শ্বে (খুলনা টু সাতক্ষীরা) মহাসড়কের উপর থেকে ০১/০৭/২০২০ তারিখ ১৯.১০ ঘটিকার সময় আসামি ১) সবুজ মন্ডল (৩৫), পিতা- কালিপদ মন্ডল, মাতা-লক্ষীরানী মন্ডল, সাং-টিকারামপুর, ২। সুশান্ত মন্ডল (৩৫), পিতা- প্রফুল্ল মন্ডল, মাতা- চন্দনা মন্ডল, সাং- চমরখালী (সরুলিয়া), উভয়থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের আসামিদ্বয়ের হেফাজত হতে ৩০০+২০০=৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ১০০+৮০=১৮০ (একশত আশি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১/০৭/২০২০ খ্রিঃ তারিখ রাত্র ১৯.২৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ রাজিউল আমিন বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।