ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সম্পানি ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বির্নাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় আরও বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডাঃ সঞ্জীব দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, রুদাঘরা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, শিক্ষক হিরণ্য চন্দ্র বিশ্বাস প্রমুখ। এবারের বিষয়বস্তু ছিল পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি। উপজেলার মোট ১৮টি মাধ্যমিক স্কুল, ৫টি কলেজ ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে এবং সিনিয়র পর্যায়ে প্রথম স্থান লাভ করে ডুমুরিয়া কলেজ, দ্বিতীয় হয় বান্দা কলেজিয়েট স্কুল ও তৃতীয় হয় মাওলানা ভাসানী কলেজ এবং জুনিয়র পর্যায়ে প্রথম স্থান লাভ করে কুলটি মাধ্যমিক স্কুল, দি¦তীয় হয় গুটুদিয়া ও তৃতীয় হয় পল্লীশ্রী স্কুল। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।