সুজিত মল্লিক, ডুমুরিয়া : “মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলায় শুরু হয়েছে সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০। সরকারি নির্দেশনা মতে ২১ জুলাই মঙ্গলবার থেকে শুরু করে ২৭ জুলাই সোমবার পর্যন্ত চলবে এর কার্যক্রম। কর্মসুচী অনুযায়ী উদ্বোধনী দিন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রধান প্রধান সড়ক ও হাট-বাজারে করা হয়েছে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা। দ্বিতীয় দিন বুধবার ছিল মাছেরপোনা অবমুক্তকরণ ও পোনা বিতরণ কার্যক্রম। ওইদিন সকালে উপজেলা পরিষদের পুকুরে আমন্ত্রিত অতিথিবৃন্দরা এক সংক্ষিপ্ত অনুষ্টানের মাধ্যমে পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক ও পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মিসেস নিসা প্রমুখ। বিতরণ অনুষ্ঠান শেষে সিআইজি চাষিদের প্রদর্শনী পুকুরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা বিতরণ করা হয়। তৃতীয় দিন বৃহস্পতিবার দিন ব্যাপি পরিচালিত হবে উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত ও অভিযান। সেক্ষেত্রে কেউ মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করলে বা সরকারি জলাশয়ে অবাধে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। চতুর্থ দিন শুক্রবারে উপজেলার মাছ চাষিদের সাথে মাছের উৎপাদন বিষয় নিয়ে দেওয়া হবে নিবিড় ভ্রাম্যমান পরামর্শ সেবা। একই সাথে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে ওই অঞ্চলের ঘের/পুকুর মাটি ও পানি পরীক্ষা করা হবে। পঞ্চম দিন শনিবার সকালে উপজেলার খর্ণিয়া বাজারে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র। সেখানে তুলে হবে বর্তমান সরকারের মৎস্য উৎপাদনে সাফাল্য ও অগ্রগতি। ৬ষ্ঠ দিন রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। যা পাবেন সিআইজি ও সুফলভোগী চাষিরা। সর্বশেষ সোমবার সকালে উপজেলার মৎস্যবীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত হবে সমাপনি কার্যক্রম। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ করবেন মত বিনিময়।
জাতীয় এ মৎস্য সপ্তাহ’কে ঘিরে ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে এ অনুষ্ঠান। তাই বিগত বছরের ন্যায় বর্ণাঢ্য র্যালী, সমাবেশ ও সংবাদ সম্মেলনসহ অন্যান্য অনুষ্ঠানগুলো করা হচ্চে না। তাই করোনা ঝুকির মধ্যে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে।