ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ আবদুল ওয়াদুদ বুধবার দুপুরে যোগদান ও দায়িত্বভার করেছেন। নবাগত এ ইউএনও খুলনার দাকোপ উপজেলা থেকে ডুমুরিয়ায় এসেছেন। যোগদান কর্মসুচী হিসেবে তিনি প্রথমে সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র সাথে তার বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলা প্রশাসন কার্যালয় ও অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে সকল অফিসার-কর্মচারীদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেন। এরপর ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ সঞ্জীব দাস, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা সেলিম আখতার, উপজেলা প্রকল্প ও ত্রাণ কর্মকর্তা আশরাফ হোসেন, ত্রাণ শাখার প্রকৌশলী রাসেল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মিসেস নিসা, কৃষি ব্যাংকের ম্যানেজার মোশারফ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা শিশু দে প্রমুখ।