ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা নারী ফোরামের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি ও ইউপি সদস্য কবিতা রানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মঞ্জুয়ারা বেগম, জাহানারা বেগম, তুলশি রানী মন্ডল, লাকী সুলতানা, আরজিনা বেগম, প্রমিলা সরকার, আবেদা বেগম, আছমা পারভীন, আফরোজা সুলতানা প্রমুখ। সভায় আসন্ন ইউপি নির্বাচনে নারীদের অংশ গ্রহন নিশ্চিত, দেশব্যপি ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।