ডুমুরিয়ায় পূজা পরিষদের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশঃ ২০২১-০৩-২৫ - ১৫:৪৯

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ডুমুরিয়ায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ডুমুরিয়া শাখার আয়োজনে এ কর্মসুচী পালিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা-সাতক্ষীরা সড়কের আওয়ামী লীগ কার্যালয়ের পাশে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া পূজা পরিষদের আহবায়ক নির্মল কান্তি বৈরাগী। এ সময় বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি গোপাল চন্দ্র দে, জেলা পূজা পরিষদ নেতা শিক্ষক অনন্ত কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষ, শিক্ষক অশোক কুমার আচার্য্য, গৌর চন্দ্র ঢালী, প্রনব কান্তি সরদার, কবি তুষার দত্ত, বিভুতি বিশ্বাস, বিশ্বনাথ দে, বিকাশ চন্দ্র মন্ডল, অমিত কুমার বিশ্বাস অপু, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ।